ঝটপট সাজঃ ৫ মিনিটে কিভাবে পারফেক্ট ফেস্টিভ গ্লো মেকআপ করবেন

 


 এই উৎসবের দিনে মাত্র ৫ মিনিটে মেয়েরা পারফেক্ট ফেস্টিভ গ্লো করতে পারে তা জানুন। দ্রুত স্কিন প্রেপ থেকে লিপিস্টিক টিপস পর্যন্ত--ঝটপট সাজের জন্য পূর্ণ গাইড।

ঝটপট-সাজঃ-৫ মিনিটে-কিভাবে-পারফেক্ট-ফেস্টিভ-গ্লো-মেকআপ-করবেন

উৎসবের দিনে হাতে সময় কম? মাত্র ৫ মিনিটে মেকআপ করে কিভাবে নজর করা গ্লো পাবেন, জেনে নিন সেরা টিপস।

পোস্ট সূচীপত্রঃ ৫ মিনিটে ফেস্টিভ গ্লো মেকআপ

আলোচনায় যা থাকছে

পরিচয় , কেন ঝটপট ফেস্টিভ গ্লো মেকআপ জনপ্রিয়

উৎসব মানেই আনন্দ সাজগোজ আর চারপাশে প্রাণের ছোঁয়া। কিন্তু আজকের ব্যস্ত জীবনে সেই সাজগোজের জন্য দীর্ঘ সময় মেলেনা--বিশেষ করে চাকুরী, পড়াশোনা, বাগ্রস্থালির দায়িত্ব সামনে যখন মুহূর্তের মধ্যে প্রস্তুত হতে হয়। তখনই ঝটপট ফেসটিভ গ্লো মেকআপ হয়ে ওঠে সবার ভরসা। মাত্র পাঁচ মিনিটে উজ্জ্বল, সতেজ এবং আকর্ষণীয় লুক পাওয়ার এই কৌশল এখন ফ্যাশনপ্রেমীদের কাছে একেবারে ট্রেন্ডি পছন্দ।

ফেস্টিভ গ্লো মেকাপের সবচেয়ে বড় শক্তি হলো" কম সময়ে বেশি এফেক্ট।"। অল্প সময়ের মধ্যে ত্বককে হাইড্রেট করে হালকা বেশ, সামান্য সীমার আর উজ্জ্বল লিপিস্টিক ব্যবহার করেই এমন এক লুক তৈরি করা যায় যা আপনাকে করে তুলবে উৎসবের নায়িকা। পার্লার বা পেশাদার মেকআপ আর্টিস্ট এর উপর নির্ভর না করেই বাড়িতেই হাতের কাছে থাকা কিছু প্রোডাক্ট দিয়ে এই সাদ সম্পন্ন করা যায়।

তাছাড়া ফেস্টিভ গ্লো মেকআপ শুধু সময় করে না, আত্মবিশ্বাসও বাড়ায়। সাজের মধ্যে থাকে স্বাভাবিক দীপ্তি, যা যে কোন আলোয় বা ছবিতে  ত্বককে করে  তোলে আরও। ফ্রেশ ও লুমিনাস ঈদ, দুর্গাপূজা দিয়ে বা বন্ধুদের সঙ্গে পারিবারিক আড্ডা-যে কোন অনুষ্ঠানেই এই ঝটপট লুক আপনাকে এনে , দেয় এক আলাদা গ্ল্যামার।

সবচেয়ে বড় কথা, এই ধরনের মেকাপের জন্য আলাদা স্কিলের দরকার নেই। নতুন রাও সহজে অনুসরণ করতে পারে ধাপে ধাপে নির্দেশনা। ঠিকমত স্কিন প্রেপ  করে সঠিক প্রোডাক্ট বেছে নিলেই পাঁচ মিনিটের এই স্বাদ যে কাউকে অনায়াসে করে তুলতে পারে সবার চোখের কেন্দ্রে। এই উৎসবের সময় যখন ঘড়ির কাঁটা তাড়াহুড়ো করাচ্ছে, তখন ঝটপট ভেস্টিভ গ্লো মেকআপই হবে আপনার সবচেয়ে বড় প্রাণকর্তা।


৫ মিনিটের গ্লোয়িং মেকাপের জন্য প্রয়োজনীয় প্রোডাক্ট লিস্ট

৫ মিনিটের মেকআপ মানেই অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে শুধু সেই প্রোডাক্টগুলো ব্যবহার করা, জাত আপনার মুখকে দ্রুত সতেজ ও উজ্জ্বল করে তুলবে। এখানে ধাপে ধাপে সেই প্রোডাক্টগুলোর তালিকা দেওয়া হলোঃ

১। স্কিন প্রিপারেশন এবং বেস(এক মিনিট ৩০ সেকেন্ডের প্রস্তুতি)

এই ধাপে ত্বকে একটি মসৃণ বেশ তৈরি করতে হবে, যাতে মেকআপ দ্রুত সেট হয়ে যায়।


সিরিয়াল  নং               প্রোডাক্টের নাম                         কেন প্রয়োজন?

১।                             হালকা ময়শ্চেরাইজার/সিরাম     মেকাপের আগে ত্বককে দ্রুত হাইড্রেট করে এবং
                    
                                                                                     গ্লো যোগ করে।

.২।                          CC/BB ক্রিম বা হালকা

                               ফাউন্ডেশন                                 ৫ মিনিটের মেক আপে ফাউন্ডেশন ব্যবহার না করে

                                                                                   শুধু রংয়ের ভারসাম্য আনতে এটি ব্যবহার করা ভাল

৩।                        লিকুইড কনসিলার                       চোখের নিচের কালো দাগ, ব্রণ বা মুখের যেকোনো
                                                                             খুঁত ঢেকে দিতে সবচেয়ে জরুরী

২। চোখ ও হাইলাইট( ২ মিনিটের মূল ফোকাস)

গ্লোয়িং লোকের জন্য এই ঢাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাইলাইটার ব্যবহার করে দ্রুত মুখে আলো যোগ করতে হবে।

সিরিয়াল নং                              প্রোডাক্ট এর নাম                                             কেন প্রয়োজন?
৪।                                             লিকুইড/হাইলাইটার                              এই মেকআপ লুকের প্রধান অংশ।
                                                                                                               দ্রুত গ্লো যোগ করে এবং ত্বককে 
                                                                                                               ডিউইদেখায়।

৫।                                            কালো বা ব্রাউন কাজল/                        চোখকে দ্রুত একটি ফেস্টিভ
                                                  আইলাইনার                                          ডেফিনেশন দিতে।

৬।                                            মাস্কারা(ওয়াটারপ্রুফ নয়)                    চোখকে বড় ও সতেজ দেখানোর 
                                                                                                              জন্য। জল রোধী(ওয়াটারপ্রফ)
                                                                                                              মাশকারা শুকোতে বেশি সময় নেয়

৩। ফিনিশিং টাচ এবং কালার(এক মিনিট ৩০ সেকেন্ড)

এই ধাপে মুখের রঙের ভারসাম্য ফিরিয়ে আনা হবে

সিরিয়াল নং        প্রোডাক্টের নাম                কেন প্রয়োজন?                         ব্যবহারের টিপস
৭।                      ক্রিম ব্রাশ অথবা টিন্ট            দ্রুত গালে সতেজতা এবং      এটি আঙ্গুলের ডগায় নিয়ে
                                                                          রঙের ছোঁয়া দিতে।                গাল ও ঠোঁটে ব্যবহার কর
                                                                                                                এতে ব্রাশ ও লিপিস্টিক 
                                                                                                                          দুটোর কাজই হয়ে যায় 
                                                                                                                        এবং সময় বাঁচে।  
৮।                        ব্রাইট/নিউদ লিপিস্টিক        পুরো লুক্টিকে একত্রিত করতে    গারো রঙ্গের বদল                                                                একটি উজ্জ্বল বা টিন্টেড               শেড ব্যাবহার করো যা
                                                           লিপিস্টিক জরুরী।                       এক কোটেই ভালো 
                                                                                                                                কভারেজ দেয়।
                                                                                                                                

৯।                     সেটিং স্প্রে(ঐচ্ছিক, কিন্তু    ৫ মিনিটের মেকআপ কে      মুখ থেকে কিছুটা দূরত্বে ধরে
                          ভালো)                                   দীর্ঘস্থায়ী করতে শেষ মুহূর্তে  একবার স্প্রে করো এতে
                                                                             স্প্রে করা হয়
                                                                                                                       মেকাপের কাঁচা ভাবো কেটে 
                                                                                                                        যায়।                                       ৫ মিনিটের মেকাপের জন্য" সিক্রেট টুল"
৫ মিনিটের মধ্যে মেকাপ শেষ করার জন্য আপনাকে একটিই" টুল" ব্যবহার করতে হবেঃ আপনার আঙ্গুল!
ব্রাশ ও বিউটি ব্লেন্ডার ব্যবহার বাদ দাওঃ মেকআপ দ্রুত ব্লেন্ড করার জন্য এবং সময় বাঁচাতে আঙ্গুলের উষ্ণতা ব্যবহার কর।
সঠিক স্থানে নজর দাওঃ পুরো মুখে মেকআপ  না করে শুধু" গ্লো" "ট্রায়াঙ্গেল (চোখের নিচের অংশ ও গালের উঁচু জায়গা) এবং হাইলাইট পয়েন্টে" মনোযোগ দাও।

এই তালিকা ধরে এগুলো আপনি নিশ্চিত ৫মিনিটের মধ্যে আপনার ভেস্টিভ গ্লো মেকআপ শেষ করতে পারবেন।

৫ মিনিটের মেকআপের স্কিন প্রেপের "দ্রুত ধাপ"

৫ মিনিটে মেকাপের ক্ষেত্রে, স্কিন প্রেপের দ্রুত ধাপ বা পদ্ধতিটিই হল সাফল্যের চাবিকাঠি। ত্বককে দ্রুত প্রস্তুত করতে পারো, তবে ফাউন্ডেশন বা কনসিলার ব্লেন্ড করতে তোমার সময় অনেক কম লাগবে।

৫ মিনিটের মেকাপে স্কিন প্রেপের "দ্রুত ধাপ"
স্কিন প্রেপের মূল উদ্দেশ্য হলো সর্বাধিক আর্দ্রতা ও মসৃণতা মাত্র ৪৫ সেকেন্ডের মধ্যে নিশ্চিত করা। অপ্রয়োজনীয় ভাব বাদ দিয়ে শুধু প্রয়োজনীয় জিনিসগুলোতে ফোকাস করতে হবে।

১। সময় বাঁচাও, কিন্তু পরিষ্কার করো(সময়ঃ ১০ সেকেন্ড)
  • পুরো ফেসওয়াশ বাদ দাওঃ হাতে সময় না থাকলে ফেসওয়াশ করে শুকানোর জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই।
  • , কুইক ক্লিনজিংঃ একটি ফেসওয়াইপ অথবা তুলায় সামান্য টোনার নিয়ে দ্রুত মুখ মুছে নাও। এতে মুখের তেল ও ধুলো সরে যাবে এবং ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক থাকবে।

২। লাইট ময়শ্চারাইজার(সময়ঃ ২০ সেকেন্ড)

  • জেল-ভিত্তিক পণ্য ব্যবহার করঃ
 ভারী বা ঘন ক্রিম- ভিত্তিক ময়শ্চারাইজার ত্বকে মিশে যেতে সময় নেয়। দ্রুত মেকাপের জন্য জেল-ভিত্তিক অথবা লিকুইড ময়শ্চারাইজার ব্যবহার কর।
  • হাত গরম করঃ সামান্য পরিমাণ ময়শ্চারাইজার হাতে নিয়ে আঙ্গুলের ডগায় ঘষে হালকা গরম করে নাও। এরপর দ্রুত সার মুখে পেস্ট করে লাগিয়ে দাও। এটি ত্বক দ্রুত শোষণ করে নেবে।

৩। গ্লো বুস্টার বা প্রাইমার(সময়ঃ .১৫ সেকেন্ড)
  • মাল্টি-ট্যাক্সিং প্রাইমারঃ পাঁচ মিনিটের মেকাপে প্রাইমার ব্যবহার করা জরুরি নয়, কিন্তু দ্রুত ফিনিশিং-এর জন্য ইলুমিনেটিং বা গ্লোয়িং প্রাইমার ব্যবহার কর।
  • কেন জরুরীঃ এই প্রাইমারটি এক নিমিষেই ত্বকেই একটি কৃত্রিম গ্লো তৈরি করে দেয়, যা পরে হাইলাইটারের কাজ সহজ করে দেয় এবং টেস্টিভ  লুকের জন্য আবশ্যক। এটি ত্বকের ছিদ্র দ্রুত ঢেকে দেয়, ফলে বেশ মসৃণ দেখায়।

 মূল মন্ত্রঃ দ্রুত স্কিনঃপ্রেপ কেন কাজ করে?
দ্রুত স্কিন প্রেপ করার মূল যুক্তি হলঃ যখন ত্বক ভালোভাবে হাইড্রেটেড থাকে, তখন কনসিলার বা বিবি/সিসি ক্রিম ত্বকের ওপর ভেসে না থেকে দ্রুত মিশে যায়।(ব্লেন্ড হয়ে যায়) এর ফলে ব্লেন্ডিং এর পিছনে যে মূল্যবান সময় ব্যয় করতে, সেটা বেঁচে যায়।

আপনার এই টপিকের মূল বার্তা হলঃ যত দ্রুত এবং যত কম প্রোডাক্ট স্কিন প্রেপ করবে, আপনার মূল মেকআপের জন্য তত বেশি সময় হাতে থাকবে।

বেস মেকআপ ঝটপট করার কৌশল

বেশ মেকআপ ঝটপট করার কৌশল(১.৫ মিনিটের চ্যালেঞ্জ)
 দ্রুত বেশ মেকআপ করার মূল কৌশল হলঃ কম প্রোডাক্ট, সঠিক স্থানে ব্যবহার এবং দ্রুত ব্লেন্ডিং।

একটি পারফেক্ট ফেস্টিভ লুকের মূল রহস্য লুকিয়ে থাকে বেস মেকআপে। মুখের ত্বক যতটা ফ্রেশ এবং স্মুথ দেখাবে, পুরো সাজই ততটা সুন্দর এবং গ্লোয়িং লাগবে। কিন্তু অনেকেই মনে করেন বেশ মেকআপ মানেই সময় সাপেক্ষ কাজ--যেখানে ফাউন্ডেশন, কনসিলার সেটিং পাউডার আরও কতকিছু! মাত্র কয়েকটি ধাপই খুব দ্রুত এবং ঝকঝকে বেশ মেকআপ করা সম্ভব।

ধাপ ১ঃ স্কিন প্রেপ করুন সঠিকভাবে 
বেশ মেকাপের আগে ত্বক হাইড্রেটেড না হলে মেকাপের টিকবে না এবং প্যাচি দেখাবে। তাই দ্রুত একটি হেড ময়শ্চারাইজার বা হাইড্রেটিং প্রাইমার ব্যবহার করুন। এতে ত্বক নরম হবে এবং ফাউন্ডেশন সহজে ব্লেন্ডছবে।

ধাপ ২ঃ ফাউন্ডেশনে শর্টকাট
ঝটপট মেকাপে ফুল কভারেজ ফাউন্ডেশন এর দরকার নেই। হালকা ওজনের বিবি/সিসি ক্রিম বা টিনটেড ময়শ্চারাইজার ব্যবহার করুন। এটি একসাথে স্কিন টোন ইভেন্ট করবে। এবং স্বাভাবিক গ্লো এনে দেবে। আঙ্গুলের ডগা বা ড্যাম্প  ডিউটি ব্লেন্ডার দিয়ে হালকা করে ব্লেন্ড করুন।

ধাপ ৩ঃ  কনসিলার ব্যবহার(যদি সময় থাকে)
চোখের নিচের ডার্ক সার্কেল বা কোন দাগ থাকতে সামান্য কনসিলার ব্যবহার করুন। ফাউন্ডেশন এর মত মোটা করে নয়-শুধু যেখানে দরকার সেখানে হালকা ট্যাপ করে ব্লেন্ড করে নিন।

ধাপ ৪ঃ পাউডার দিয়ে সেট করা
ঝটপট বেশ মেকআপে ভারী লেয়ার না দিয়ে শুধু টি জোনে (নাক কপাল চিবুক) ট্রান্সলুসেন্ট বা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করুন। এতে মুখ ম্যাট দেখাবে এবং মেকআপ লম্বা সময় টিকবে।

ধাপ ৫ঃ ইনস্ট্যান্ট গ্লোয়ের জন্য হাইলাইটার
বেশ মেকআপ কে আর ও ফেস্টিভ করতে চাইলে সামান্য লিকুইড বা পাউডার হাইলাইটার ব্যবহার করুন গালের হার নাকের ব্রিজ  এবং কপালে এটি সঙ্গে সঙ্গে এনে দেবে ফেস্টিপ গ্লো।

সংক্ষেপে কৌশল, ভারী ফাউন্ডেশন নয্‌, হালকা এবং ন্যাচারাল ফিনিশ প্রোডাক্ট ব্যবহার করুন। যত কম ধাপ, ততো ঝটপট কিন্তু নিখুত দেশ তৈরি হবে।

চোখের মেকআপ সহজ ও দ্রুত করার টিপস

ফেস্টিভ লুকে চোখের মেকআপ একটি বড় ভূমিকা পালন করে। চোখকে যদি সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়, পড়ল মুখই আকর্ষণীয় এবং গ্লোয়িং দেখায়। কিন্তু অনেকেই ভাবেন চোখের মেকআপ মানে অনেক ধাপ-আইশ্যাডো ব্লেন্ডিং আইলাইনার স্মোকি ইফেক্ট ইত্যাদি। বাস্তবে কিন্তু কয়েকটি সহজ টিপস মেনে চললেই মাত্র কয়েক মিনিটে চোখকে ফেসটিভ ও ঝলমলে করে তোলা যায়

ঝটপট-সাজঃ-৫ মিনিটে-কিভাবে-পারফেক্ট-ফেস্টিভ-গ্লো-মেকআপ-করবেন

ধাপ ১ঃ আইশ্যাডোর শর্টকাট
  • বেশি রঙের ঝামেলায় না গিয়ে এক বা দুটি সেড ব্যবহার করুন।
  • হালকা সীমার বা মেটালিক শেড চোখের পাতায় লাগালে সঙ্গে সঙ্গে উৎসবের গ্লো  আসবে।
  • যদি সময় একেবারেই কম থাকে তবে শুধু সীমার আইশ্যাডো আঙ্গুল দিয়ে ট্যাপ করলেই যথেষ্ট।

ধাপ ২ঃ আয়লাইনারের কৌশল
  • ঝটপট লুকের জন্য মোটা উইংড লাইন আর না একে সিম্পল পাতলা লাইন টানুন।
  • যদি লাইনার ব্যবহার ঝামেলা মনে হয়, তবে কাজল পেন্সিল দিয়ে ল্যাশ লাইনের উপর ডট করে আঙ্গুল বা ব্রাশ দিয়ে হালকা স্মাজ করে নিন। এতে চোখ বড় দেখাবে এবং সাজু ন্যাচারাল থাকবে।

ধাপ ৩ঃ মাশকারার ম্যাজিক
  • মাত্র একবার দুই কোড ভলিউমাইজিং মাস্কারা চোখের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়।
  • পাপড়ি কার্ল করলে চোখ আর ও উজ্জ্বল ও খোলা খোলা দেখাবে।
  • আইল্যাশ এক্সট্রা সময় না থাকলেও শুধু চোখেই এনে দেয় ইনস্ট্যান্ট ফেস্টিভ লুক।

ধাপ ৪ঃ ভুরু ঠিক করা
চোখের মেকআপ সম্পূর্ণ করার জন্য ভ্রু ঠিক করা জরুরী।
দ্রুত সময় শুধু ব্রাউ পেন্সিল বা ব্রাউ জেল দিয়ে ভ্রুর  ফাঁকা অংশ ভরাট করলেই look smart লাগবে।

ধাপ ৫ঃ ইনস্ট্যান্ট হাইলাইট
চোখকে উজ্জ্বল দেখাতে ভেতরের কোনায় এবং ভ্রুর সারের নিচে সামান্য হাইলাইটার বা হালকা সীমার শেড ব্যবহার করুন।
এতে চোখ আরও বড় ও দীপ্তিময় দেখাবে।

সংক্ষেপে কৌশল, এক শেড  সীমার আইশ্যাডো+ পাতলা লাইনার বা স্মাজড কাজল+ মাসকারা= পাঁচ মিনিটে ঝলমলে ফেস্টিপ আই লুক।

লিপিস্টিক ও ব্লাশের পারফেক্ট ফেস্টিভ টাচ

ভেস্টিভ মেকাপের আসল প্রাণ থাকে ঠোট ও গালে। সঠিক লিপস্টিক আর ব্লাশ ব্যবহার করলে পুরো সাজে চলে আসে উজ্জ্বলতা, প্রাণবন্ততা আর আত্মবিশ্বাসের ছাপ। মাত্র কয়েক মিনিটেই ঠোট ও গালে ভেস্টির টাচ দেওয়া যায় যদি সঠিক কৌশল জানা থাকে।

লিপস্টিকের টিপস
শেড সিলেকশন
  • উৎসবের দিনে উজ্জ্বল রং যেমন লাল মেরুন ফুচশিয়া বা কোরাল সবচেয়ে মানানসই।
  • হালকা স্বাদ চাইলে নিউড বা পিচ টোন বেছে নিতে পারেন।

২। অ্যাপ্লিকেশন ট্রিকঃ
  • সময় বাঁচাতে সরাসরি লিপিস্টিক লাগিয়ে আঙ্গুল দিয়ে হালকা ব্লেন্ড করুন।
  • যদি সময় থাকে, আগে লিপ লাইন আর দিয়ে ঠোঁটের আকার ঠিক করে নিলে লুক আর ও ডিফাইন্ড দেখাবে।

৩। লং -লাস্টিং টিপঃ
  • প্রথমে লিপিস্টিক লাগিয়ে টিস্যু দিয়ে চাপ দিন, তারপর আবার এক কোট দিন।
  • এতে ঠোঁটের রং দীর্ঘসময়ে টিকে থাকবে এবং খাওয়া-দাওয়াতেও সহজ ফেড হবে না।

ব্লাশের  টিপস
১। সেড সিলেকশনঃ
  • ফেয়ার স্কিনে  পিঙ্ক টোন ভালো মানায়।
  • মিডিয়াম বা উষ্ণ স্কিন টোনে কোরাল ও পিচ সেড অসাধারণ লাগে।
  • ডার্ক স্কিন টোনে  ডিপ অরেঞ্জ ব্রিক টোন ব্লাশ ফেস্টিভ গ্লো আনে।

২। অ্যাপ্লিকেশন ট্রিকঃ
  • হাসি দিয়ে গালের উঁচু অংশে হালকা ট্যাপ করে লাগান।
  • আঙ্গুল বা ব্রাশ দিয়ে কানের দিকে সামান্য টেনে ব্লেন্ড করুন যাতে ন্যাচারাল ক্লাস লুক আসে।

৩। ইন্সট্যান্ট ফ্রেশ লুকঃ
  • ক্রিম ব্লাশ ব্যবহার করলে গ্লো আর ও স্বাভাবিক দেখায়।
  • সময় না থাকলে লিপিস্টিকই সামান্য গালে ব্যবহার করে ইনস্ট্যান্ট ব্লাউজ এফেক্ট পেতে পারেন।

সংক্ষেপে কৌশল,
উজ্জ্বল লিপিস্টিক+ মানানসই ব্লাস= ফেস্টিভ মেকাপের সবচেয়ে সহজ এবং দ্রুত টাচ। ঠোঁট ও গালের এই সংযোজনই লুক হয়ে ওঠে সম্পূর্ণ এবং আকর্ষণীয়।

দীর্ঘস্থায়ী গ্লো ধরে রাখার জন্য শেষ মুহূর্তের টিপস

ফেস্টিভ মেকাপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দীর্ঘ সময় সাজ অক্ষুণ্য রাখা। কয়েক ঘন্টা পরেই যদি মেকআপ গলে যায়, বাতোক নিস্তেজ দেখায্‌ তবে ঝটপট সাজের সব পরিশ্রম বৃথা যায়। তাই শেষ মুহূর্তে কিছু কৌশল মেনে চললে আপনার ফেস্টিভ গ্লো সারাদিন টিকে থাকবে। আর আপনি থাকবেন আত্মবিশ্বাসী।

ঝটপট-সাজঃ-৫ মিনিটে-কিভাবে-পারফেক্ট-ফেস্টিভ-গ্লো-মেকআপ-করবেন

ফেস সেটিং স্প্রে ব্যবহার করুন
মেকআপ শেষ করার পর একটি সেটিং স্প্রে ব্যবহার করলে পুরো মেকাপ লক হয়ে যায়। এতে ঘাম গুলো বা আলো-তাপের মধ্যেও লুক দীর্ঘসময় স্থায়ী হয়।

ব্লোটিং পেপার রাখুন কাছে
অনেক সময় নাক,  কপাল ও  চিবুক দ্রুত তেলতেলে হয়ে যায়। এ অবস্থায় পাউডার বারবার ব্যবহার না করে শুধু ব্লটিং পেপার দিয়ে তেল চুষে নিন। এতে মেকআপ ভারী দেখাবে না, আবার ফ্রেশও থাকবে।

লিপস্টিক টাচ আপ ট্রিক 
লিপিস্টিক দ্রুত উঠে গেলে হাসি ম্লান হয়ে যায়। তাই একটি ছোট্ট লিপিস্টিক বা লিপ টিন্ট ব্যাগে রাখুন। টিস্যু দিয়ে ঠোঁট মুছে নতুন করে হালকা কোড দিলেই ঠোঁট ফিরে পাড়ে ফ্রেশ ফেস্টিভ লুক।

হাইলাইটার দিয়ে ইনস্ট্যান্ট গ্লো
উৎসবের মাঝখানে যদি মনে হয় মুখ ক্লান্ত দেখাচ্ছে, তবে গালের হাড়ে এবং চোখের কোনায় সামান্য হাইলাইটার বা সীমার টাচ -আপ করুন। এতে তৎক্ষণাৎ ফ্রেশ ও লুমিনাস এফেক্ট ফিরে আসবে।

হাইড্রেটেড থাকুন
ভেতর থেকে গ্লো আসার জন্য পর্যাপ্ত পানি পান করুন। ডিহাইড্রেশন হলে মুখ শুকনো ও ক্লান্ত দেখাবে, আর মেকআপ ও দীর্ঘস্থায়ী হবে না।

সংক্ষেপে কৌশলঃ
সেটিং স্প্রে+ ব্লটিং পেপার+ টাচ আপ লিপিস্টিক= সারাদিন ঝলমলে ও প্রাণবন্ত ফেস্টিভ লুক।

 উপসংহারঃ যে কোনো উৎসবে দ্রুত ঝলমলে লুকের রহস্য

উৎসব মানেই ব্যস্ততা, হইচই আর আনন্দে ভরপুর মুহূর্ত। তবে এই ব্যস্ততার ভিড়েও প্রতিটি মেয়ে চাই নিজেকে উজ্জ্বল আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে। আর সেই স্বপ্নকে সহজ করে তোলে ঝটপট ফেস্টিভ গ্লো মেকআপ। মাত্র ৫ মিনিটে ত্বককে সতেজ ও দীপ্তিময় করে সাজিয়ে তোলা যায় যদি কয়েকটি সহজ ধাপ মেনে চলা যায়।

দ্রুত বেস মেকআপ করার কৌশল থেকে শুরু করে চোখের সাজ, উজ্জ্বল লিপিস্টিক ও মানানসই ব্লাশ--প্রতিটি ধাপই একে অপরকে সম্পূর্ণ করে তোলে। তাছাড়া শেষ মুহূর্তের কিছু টিপস যেমন সেটিং স্প্রে, ব্লটিং পেপার কিংবা হাইলাইটারের টাচ -আপ সারাদিন ধরে রাখে সেই ফ্রেশনেস ফলে পার্টি পূজা, ঈদ কিংবা বিয়ে--যেকোনো উৎসবের আপনি থাকবেন সবার দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।

এই দ্রুত মেকাপের আসল রহস্য হলো" কম প্রোডাক্টে সর্বাধিক গ্লো"। সময় বাঁচিয়ে স্বাভাবিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলা।--। এটাই ঝটপট সাজের শক্তি। তাই আলাদা পার্লারে না গিয়ে বা ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে না দাঁড়িয়েও কয়েক মিনিটের ভেতরে নিজের মধ্যে এনে দিন এক ঝলমলে পরিবর্তন।

উপসংহারে বলা যায়, ঝলমলে লুকের রহস্য কোনো জটিলতা নয্‌ এবং সঠিক টিপস, মানানসই শেড  নির্বাচন আর আত্মবিশ্বাসের মিশেল সাজ যদি হয় সহজ স্মার্ট আর প্রাকৃতিক-তাহলেই আপনি হয়ে উঠবেন উৎসবের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র।

Frequently Asked Question (FAQ )

প্রশ্ন ১ঃ ৫ মিনিটে কি সত্যিই ফেস্টিভ গ্লো মেকআপ করা সম্ভব?

উত্তরঃ হ্যাঁ, একদম সম্ভব। সঠিক প্রোডাক্ট এবং কৌশল ব্যবহার করলে মাত্র পাঁচ মিনিটেই ফ্রেশ ঝলমলে এবং আকর্ষণীয় ফেস্টিভ লুক পাওয়া যায়।

প্রশ্ন ২ঃ দ্রুত বেস মেকাপের জন্য কোন ধরনের ফাউন্ডেশন ভালো?

উত্তরঃ ভারী ফাউন্ডেশন এর বদলে হালকা বিবি/সিসি ক্রিম বা টিনটেট ময়শ্চারাইজার ব্যবহার করাই সেরা। এতে ত্বক স্বাভাবিক দেখাবে এবং দ্রুত ব্লেন্ড হবে।

প্রশ্ন ৩ঃ চোখের সাজের জন্য কোন শেড সবচেয়ে মানানসই?

উত্তরঃ ফেস্টিভ মুডে  গোল্ড, কপার রোজ গোল্ড,পিচ শিমার শেডগুলো সবচেয়ে ভালো মানায়। এগুলো দ্রুত ব্যবহারযোগ্য এবং উৎসবের আলোয় চোখকে ঝলমলে করে তোলে।

প্রশ্ন ৪ঃ লিপিস্টিক দ্রুত টিকিয়ে রাখার উপায় কি?

উত্তরঃ প্রথমে লিপিস্টিক লাগিয়ে টিস্যু দিয়ে ঠোঁট চেপে ধরুন, তারপর আবার এক কোট দিন। চাইলে লিপ লাইনার ব্যবহার করতে পারেন--এতে লিপিস্টিক অনেকক্ষণ টিকে থাকবে।

প্রশ্ন ৫ঃ দীর্ঘ সময় মেকআপ ঠিক রাখার সহজ উপায় কি?

উত্তরঃ মেকআপ শেষে অবশ্যই সেটিং স্প্রে ব্যবহার করুন। আর সাথে রাখুন ব্লটিং পেপার। এতে সারাদিন লুক ফ্রেশ ও উজ্জ্বল থাকবে।

Call to Action(CTA)

এবার আপনার পালা!!

উৎসবের ব্যস্ততার ভিড়েও নিজেকে এগুলোইং আর স্টাইলিশ রাখুন মাত্র পাঁচ মিনিটে। ঝটপট সাজের এই টিপসগুলো আপনার দৈনন্দিন মেকাপ রুটিন কেও করে তুলতে পারে আরো সহ যারা আকর্ষণীয়।

আজোই চেষ্টা করে দেখুন "৫ মিনিটে ফেস্টিভ গ্লো মেকআপ" কৌশল, আর নিজেকে সাজান আত্মবিশ্বাস আর সৌন্দর্যের দীপ্তিতে।

আর যদি আপনার কাছে এই টিপসগুলো ভালো লাগে, তবে বন্ধুদের সাথে শেয়ার করুন--কারন সুন্দর আর উজ্জ্বল লুক সবারই প্রাপ্য।


আর ও জানতে চাইলে দেখতে পারেন মেকআপ উইকিপিডিয়াঃ

https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%95-%E0%A6%86%E0%A6%AA

লেখকের মন্তব্য

আমি যখন প্রথম এই "ঝটপট  ফেস্টিভ গ্লো মেকআপ" কৌশল শিখেছিলাম, তখন বুঝতে পেরেছিলাম-সৌন্দর্য মানে কখনোই ঘন্টার পর ঘন্টা আইনার সামনে দাঁড়িয়ে থাকা নয়। আসল সৌন্দর্য হলো আত্মবিশ্বাসের ঝলক। যেটা ফুটে উঠে এক সাধারণ সাজের মাধ্যমেই।

আমাদের সবার জীবনেই ব্যস্ততা আছে। অনেক সময় ইচ্ছা থাকলেও দীর্ঘ সময় নিয়ে সাজগোজ করা সম্ভব হয় না। সেই সময় কয়েক মিনিটের এই স্বাদ আমার মতই আপনাকেও এনে দিতে পারে ভেতরের সেই আনন্দ আর দীপ্তি।

আমি বিশ্বাস করি, প্রতিটি মেয়েই তার নিজের মত করে অনন্য। ঝলমলে সাজ কেবল সেই অনন্য তাকে আরও স্পষ্ট করে চলে। তাই যেকোনো উৎসবে, যে কোন সময়--নিজেকে ভালোবাসুন, নিজের সৌন্দর্যকে উপভোগ করুন, আর গর্ব নিয়ে বলু্‌ন, 

"আমি যেমন, তেমনই সুন্দর"।



আপনাদের ভালোবাসায়
শিউলি ফ্যাশন ব্লগ



                            

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url